শীত এলো বলে
- ফয়েজ উল্লাহ রবি ২৭-০৪-২০২৪

এক পসরা বৃষ্টির পানি ধুয়ে নিল মরুর বালি
বহে হিমেল হাওয়া, এই যেন শীতের আগমনী।
লাগছে খুব ঠান্ডা, গায়ের লোম গেল যে দাঁড়িয়ে
শীত আসছে তো আসছেই দেখ গরমকে তাঁড়িয়ে।

চারিদিকে কুয়াশা ঘিরে, আনন্দ এলো যেন ফিরে
তাজা সবজী কতো কি শীতের খাবার
শীত এলে মনে হয় অনেক আছে পাওয়া
ইচ্ছে হয় দেখতে শীতের সকাল, দেশে যাওয়া।

ঘাসের ডগায় শিশির বিন্দু চলি খালি পায়ে
ওহ! কি যে মজা, ভাবতে এতো ভাল লাগে
নদীর কল-কল ধ্বনি এখনও ডাকে আমারে
শীতের পিঠা, খেজুরের রস, গাঁয়ের বাঁকা মোড়ে।

উত্তরী হাওয়া কন কন শীত
গরীব কাঁদে, ভয়ে নড়ে যায় ভীত
কাঁথা বালিশ নেইতো কিছু সম্বল
খারাপ হয়ে গেছে গত বারের কম্বল।

ঘর নেই, নেই জায়গা, রাস্তার পাশেই থাকা
নয় অট্রালিকা, কুঁড়ে ঘর নয়তো পাকা,
শীত প্রিয় ঋতু তবু প্রিয়তে হয়না রাখা
গরীবের আহ্লাদ থাকতে নেই, জীবন শুধু ফাঁকা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

wasemul
২৩-১০-২০১৯ ১০:২০ মিঃ

অস্বাভাবিক সুন্দর কবিতা।আবেগজড়িত